একটি ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে? (ওয়েবসাইট তৈরির খরচ)

একটি ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে

আপনি কি আপনার ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রয়োজনে একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন? যদি আপনি একটি ওয়েবসাইট বানাবেন বলে ভাবছেন, তাহলে প্রথমেই আপনার মাথায় এই প্রশ্নটি এসে থাকবে যে, একটি ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে?

এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমার সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে পড়ুন। ওয়েবসাইট তৈরির খরচ এবং ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে এ বিষয়ে আমি আজকের আর্টিকেলে আপনাদের বিস্তারিত জানিয়ে দিবো।

ওয়েবসাইট কি?

ওয়েবসাইট হলো ইন্টারনেটে একটি ঠিকানা, যেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে কনটেন্ট বা তথ্য পাওয়া যায়, যেটি যেকোনো সময় মোবাইল বা কম্পিউটার দিয়ে দেখা যায়।

বিভিন্ন ধরনের কনটেন্ট এর মধ্যে রয়েছে টেক্সট, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি। এই তথ্যগুলো আমরা মোবাইল, কম্পিউটার বা ট্যাবলেট দিয়ে ইন্টারনেটে ব্রাউজ করে দেখতে পারি।

বইয়ের যেমন পৃষ্ঠা থাকে, ঠিক তেমনি একটি ওয়েবসাইটে অনেকগুলো পেইজ (পৃষ্ঠার মতো) থাকে। উদাহরণ হিসেবে, আমরা ফেসবুক বা ইউটিউবে ঢুকে বিভিন্ন পেইজ ব্রাউজ করি – এগুলোই হলো ওয়েবসাইট।

আমরা যখন ব্রাউজারে (যেমন – Chrome বা Firefox) কোনো ওয়েবসাইটের ঠিকানা লেখি (যেমন: www.facebook.com), তখন ইন্টারনেটের মাধ্যমে সেই ওয়েবসাইটের সার্ভার থেকে তথ্য আমাদের ডিভাইসে চলে আসে, ফলে আমরা সেই ওয়েবসাইটটি ভিজিট করতে পারি।

ওয়েবসাইটের প্রকারভেদ

ওয়েবসাইটের ধরনকি কাজে ব্যবহার হয়উদাহরণ
নিউজ ওয়েবসাইটসংবাদ পড়ার জন্যProthomalo.com
সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটবন্ধুদের সাথে যোগাযোগFacebook.com
পার্সোনাল ব্লগ সাইটবিভিন্ন বিষয়ে তথ্য জানার জন্যOnlineIncomeWiki.com
শিক্ষামূলক ওয়েবসাইটপড়াশোনা বিষয়ক তথ্য জানার জন্যWikipedia.org, KhanAcademy.org
ই-কমার্স সাইটঅনলাইনে পণ্য কেনাবেচাDaraz.com.bd, Evaly.com.bd
ভিডিও শেয়ারিং সাইটভিডিও দেখার ও আপলোডের জন্যYouTube.com
সরকারি ওয়েবসাইটসরকারি সেবা বিষয়ক তথ্য জানার জন্যbangladesh.gov.bd

ওয়েবসাইট তৈরি করতে কী কী লাগে?

একটি ওয়েবসাইট বানানোর আগে আপনাকে প্লাটফর্ম নির্বাচন করতে হবে। ওয়েবসাইট বানানোর সবচেয়ে জনপ্রিয় দুইটি প্লাটফর্ম হলো ওয়ার্ডপ্রেস ও ব্লগার।

ওয়েবসাইট তৈরি করতে আপনার কি কি জিনিসপত্র লাগবে সেটা নির্ভর করে আপনি কোন প্লাটফর্ম ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করবেন তার ওপর।

একটি ওয়েবসাইট বানাতে সাধারণত তিনটি জিনিসের প্রয়োজন হয়। যেমন –

  • ডোমেইন
  • ওয়েবসাইট
  • থিম

তবে আপনি যদি ব্লগার ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করেন, তাহলে ওয়েব হোস্টিং এর প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনাকে হোস্টিং প্যাকেজ কেনার জন্য কোনো খরচ করতে হবে না। ফলে খরচ কিছুটা কম হবে। খরচ কত হবে সে বিষয়ে নিচে আমি বিস্তারিত আলোচনা করবো।

ডোমেইন নেমঃ

ওয়েবসাইট তৈরির খরচ কত

একটি ওয়েবসাইটের ঠিকানা বা নামকেই ডোমেইন নেম (Domain name) বলা হয়। উদাহরণস্বরুপ, facebook.com, google.com, onlineincomewiki.com – এগুলো হচ্ছে ডোমেইন নেম।

আর ডোমেইন নেম এ ডট (.) এর পরের অংশটি হচ্ছে ডোমেইন এক্সটেনশন (Domain extention)। কয়েকটি জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন হলো .com, .net, .org, .info, .me, .io, .xyz, .co ইত্যাদি।

এগুলোকে টপ লেভেল ডোমেইনও বলা হয়।

এক একটি টপ লেভেল ডোমেইন এর দাম একেক রকম হয়ে থাকে। নিচে কয়েকটি জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন ও তাদের দাম (price) উল্লেখ করা হলো –

TLDPrice
.com1200 টাকা
.net1700 টাকা
.org1400 টাকা
.xyz300 টাকা
.info600 টাকা
.biz1000 টাকা
.store800 টাকা
.top300 টাকা

বিশেষ দ্রষ্টব্যঃ ডোমেইনের দাম সাধারণত পরিবর্তনশীল হয়ে থাকে। একেকটি কোম্পানিতে ডোমেইন এক্সটেমশনগুলোর একেক রকম প্রাইস হয়ে থাকে।

ওয়েব হোস্টিংঃ

ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে

ওয়েব হোস্টিং হলো এক ধরনের স্টোরেজ যেখানে আপনার ওয়েবসাইট এর সব তথ্য উপাত্ত সংরক্ষিত থাকবে। একটি ওয়েবসাইটকে ইন্টারনেটে দৃশ্যমান করার জন্য অবশ্যই ওয়েব হোস্টিং এর প্রয়োজন।

ওয়েব হোস্টিং এর দাম এর ফিচার ও ডাটা প্রসেসিং ক্ষমতার উপর নির্ভর করে।

ওয়েব হোস্টিং প্যাকেজও বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন – ক্লাউড ওয়েব হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, প্রিমিয়াম হোস্টিং, BDIX ওয়েব হোস্টিং ইত্যাদি।

একেকটি হোস্টিং প্যাকেজের মূল্য একেক রকম হয়ে থাকে। তবে আপনি যদি নিজের ওয়েবসাইটের জন্য এক বছর মেয়াদী একটি ওয়েব হোস্টিং প্যাকেজ ক্রয় করতে চান, তাহলে আপনাকে প্রায় ২০০০ থেকে ২৫০০ টাকা খরচ করতে হবে।

থিম / ওয়েবসাইট ডিজাইন খরচঃ

ওয়েবসাইট বানানোর খরচ কত

একটি ওয়েবসাইটের থিম মানে তার পূর্ণাঙ্গ ডিজাইন বা কাঠামোকে বোঝায়। ওয়েবসাইটটি দেখতে কেমন হবে, ব্যবহারকারীরা কীভাবে ব্রাউজ করবে, কীভাবে কন্টেন্ট প্রদর্শিত হবে – এসবই নির্ধারণ করে একটি থিম।

ওয়েবসাইট ডিজাইনের জন্য আপনি দুই ধরনের থিম ব্যবহার করতে পারেন। যেমন –

  • রেডিমেট থিম
  • কাস্টম থিম

রেডিমেড থিমের খরচ –

রেডিমেড থিম ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা তুলনামূলকভাবে সহজ এবং খরচও কম। ইন্টারনেটে প্রচুর পরিমাণে ফ্রি থিম পাওয়া যায়, যেগুলো শুধু ইন্সটল করলেই ওয়েবসাইট ডিজাইনের কাজ সম্পন্ন হয়ে যায়।

তবে আরও প্রফেশনাল ও বিভিন্ন ফিচার-সমৃদ্ধ ডিজাই করতে চাইলে আপনাকে প্রিমিয়াম থিম ব্যবহার করতে হবে। আর প্রিমিয়াম থিমের মূল্য সাধারণত ৪০০০ থেকে ৬০০০ টাকা হয়ে থাকে।

তবে অসংখ্য ফ্রি থিম রয়েছে, যেগুলো দিয়ে ওয়েবসাইট তৈরি করলে প্রিমিয়াম লুক চলে আসে। এক্ষেত্রে প্রিমিয়াম থিম কেনার প্রয়োজন হয় না।

কাস্টম ডিজাইন –

যদি আপনি চান আপনার ওয়েবসাইটের ডিজাইন পুরোপুরি আপনার আইডিয়া অনুযায়ী হোক, তাহলে কাস্টম ডিজাইনের পথেই হাঁটতে হবে। এতে ডিজাইন থেকে শুরু করে ডেভেলপমেন্ট – সবকিছু আপনার চাহিদা অনুযায়ী করতে পারবেন।

তবে এজন্য আপনাকে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার বা ফ্রিল্যান্সার হায়ার করতে হবে। তার মাধ্যমে আপনি ডিজাইনের কাজ করিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার খরচ একটু বেশি হবে।

কাস্টম থিম ডিজাইনের খরচ –

  • বিজনেস, পোর্টফোলিও, পার্সোনাল বা ব্লগ ওয়েবসাইট: ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা
  • ই-কমার্স ওয়েবসাইট: ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা বা তারও বেশি

ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে বা ওয়েবসাইট বানানোর খরচ কত?

এই প্রশ্নটির একটি নির্দিষ্ট উত্তর বলা যায় না। কেননা ওয়েবসাইট বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন – ব্যক্তিগত ব্লগ সাইট, নিউজ সাইট, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ফোরাম সাইট, ই-কমার্স সাইট ইত্যাদি।

একেক ধরনের ওয়েবসাইট বানানোর খরচ একেক রকমের হয়ে থাকে। এক্ষেত্রে আর একটি বর বিষয় হলো ওয়েবসাইট বিল্ডার প্লাটফর্ম।

আমি আগেই বলেছি, ওয়ার্ডপ্রেস এবং ব্লগার হলো ওয়েবসাইট বানানোর জন্য বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডার প্লাটফর্ম।

তাহলে চলুন কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ করতে হয় এ বিষয়ে বিস্তারিত জেনে নিই।

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে করতে কত টাকা লাগবে?

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে অবশ্যই ডোমেইন এবং ওয়েব হোস্টিং কিনতে হবে। ডোমেইন এবং হোস্টিং কেনার পর আপনাকে আরও অন্যান্য জিনিসপত্র কিনতে হবে কিনা সেটা নির্ভর করে আপনি কোন ধরনের ওয়েবসাইট বানাতে চাচ্ছেন তার ওপর।

পার্সোনাল ব্লগ ওয়েবসাইট তৈরির খরচঃ

আপনি যদি লেখালেখি করার জন্য অনলাইনে নিজের একটি ব্লগ বানাতে চান, তাহলে আপনি শুধুমাত্র একটি ডোমেইন নেম এবং একটি ওয়েব হোস্টিং কিনেই ব্লগ সাইট বানাতে পারবেন। এক্ষেত্রে আপনার বাৎসরিক প্রায় ৩০০০ থেকে ৩৫০০ টাকা খরচ হবে।

আর ওয়ার্ডপ্রেসে পার্সোনাল ব্লগ সাইট বানানোর কাজ আপনি নিজেই করতে পারবেন। ফলে আপনাকে কোনো ওয়েব ডেভেলপার হায়ার করতে হবে না এবং অতিরিক্ত খরচ করতে হবে না।

গুগল কিংবা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর। একটি পার্সোনাল ব্লগ সাইট বানিয়ে একটি ভালো ফ্রি থিম ইনস্টল করেই ব্লগে আর্টিকেল লিখতে পারবেন।

ই-কমার্স ওয়েবসাইট তৈরির খরচঃ

ওয়ার্ডপ্রেসে ই-কমার্স সাইট বানানোর জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে e-commerce store সেট আপ করতে হবে। ই-কমার্স সাইটের জন্য আপনাকে একটি ভালো ই-কমার্স থিম কিনতে হবে। এর পাশাপাশি ই-কমার্স স্টোর সেট আপের জন্য বেশ কিছু plugin আপনাকে কিনতে হতে পারে।

এছাড়া ই-কমার্স স্টোর সেট আপ করা জটিল কাজ বলে নতুনদের পক্ষে করা সম্ভব নয়। এক্ষেত্রে আপনাকে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হায়ার করা লাগতে পারে। তার কাছ থেকে কাজ করিয়ে নেওয়ার বিনিময়ে আপনাকে তাকে পেমেন্ট করতে হবে।

সবমিলিয়ে একটি পণ্য বেচাকেনার ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা খরচ করতে হবে।

ব্লগারে ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে?

ব্লগার (Blogger) হলো গুগলের দ্বারা পরিচালিত একটি ফ্রি ওয়েবসাইট বিল্ডার প্লাটফর্ম। ব্লগারে ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে হোস্টিং কিনতে হবে না। এখানে যা স্টোরেজ লাগবে সেটা গুগল আপনাকে প্রোভাইড করবে।

আপনি blogger.com এ গিয়ে খুব সহজেই নিজের একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। এখানে ওয়েবসাইট তৈরির জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না।

তবে ব্লগারে একটি নতুন ওয়েবসাইট বানানোর ব্লগার সেই ওয়েবসাইটকে একটি সাবডোমেইন দিয়ে থাকে। সাবডোমেইন দেখতে প্রফেশনাল টাইপের না হওয়ায় আপনি একটি প্রিমিয়াল টপ লেভেল ডোমেইন ক্রয় করে আপনার ব্লগার সাইটে সেট আপ করতে পারেন।

এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ডোমেইন কেনার জন্য খরচ করতে হবে।

তবে ব্লগারে আপনি শুধুমাত্র পার্সোনাল ব্লগ সাইট বানাতে পারবেন, যেখানে আর্টিকেল পোস্ট করতে পারবেন। এখানে আপনি ই-কমার্স বা কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট বানাতে পারবেন না।

পরিশেষে, একটি ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে?

একটি ওয়েবসাইট বানানোর কত টাকা খরচ করতে হবে সেটা নির্ভর করে আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করবেন তার ওপর। যদি পার্সোনাল ব্লগ সাইট বানাতে চান, তাহলে বছরে প্রায় ৩০০০ টাকা খরচ করতে হবে।

আর পণ্য ক্রয় বিক্রয়ের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট কিংবা অন্যান্য ধরনের ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে ৫০০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে।

আশা করি ওয়েবসাইট তৈরির খরচ কত এ বিষয়ে আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *